আগরতলা (ত্রিপুরা): ভারত বাংলাদেশের মধ্যে প্রথম অান্তঃশুল্ক স্থলবন্দর চালু হচ্ছে নভেম্বরে।
আগরতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বর্ডার রোড ম্যানেজমেন্টের সচীব গৌরী কুমার এ কথা জানান।
সূত্র জানায়, আখাউড়া সীমান্তে ১২ একর জমির ওপর গড়ে উঠেছে আগরতলার দ্বিতীয় এবং ভারত বাংলাদেশ-সীমান্তের মধ্যে প্রথম অান্তঃশুল্ক স্থলবন্দর। দ্বিতল, আধুনিক এই ভবনটি তৈরিতে খরচ হয়েছে ৭৩ কোটি ৫০ লাখ টাকা।
এখানে একই ছাদের নিচে থাকবে ব্যাঙ্ক, কাস্টমস, অভিভাষণ কেন্দ্র, পণ্য তোলা নামানোর ব্যবস্থা। সীমান্তের যাবতীয় কাজ হবে ডিজিটাল পদ্ধতিতে। ২০১১ সালের ১৭মে এই স্থলবন্দর কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।
ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দ্বারিকা কন্সট্রাকশন নামে একটি সংস্থা।
গৌরী কুমার ওই সংস্থার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, অক্টোবর মাসের মধ্যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের যাবতীয় কাজ শেষ করতে হবে। নভেম্বর মাসেই চালু হবে চেকপোস্টটি।
ত্রিপুরার সাব্রুম মহকুমার রামগড় সীমান্তে আরও একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ার ব্যাপারে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্টটি চালু রয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে।
উল্লেখ্য, ১৯৯৪-৯৫ সালে প্রথম আখাউড়া সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াত। বর্তমানে এই সীমান্ত দিয়ে দৈনিক প্রায় দু’শ জন মানুষ পারাপার করেন। গত বছর এই সীমান্ত দিয়ে পারাপার করেছেন ৪৪৭১ জন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
তন্ময়/এমআইপি/জেসিকে