ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করতে যাচ্ছেন। শিগগিরই এ অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে রাশিয়ার একটি টেলিভিশনকে নিশ্চিত করেছেন তিনি।
রুশ টেলিভিশন রোশিয়া ২৪ কে বাশার বলেছেন, তিনি এ পদক্ষেপ নিচ্ছেন রাশিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে নয়।
জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বসার আগে এমন মন্তব্য করলেন বাশার আল-আসাদ।
যুক্তরাষ্ট্রের অভিযোগে, ২১ আগস্ট রাজধানী দামেস্কে বিদ্রোহীদের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বাশার বাহিনী। কিন্তু সিরিয়ার সরকার এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে। রাসায়নিক অস্ত্র হামলায় বিদ্রোহীদের দোষারোপ করছেন বাশার।
রোশিয়া ২৪ কে বাশার বলেন, রাশিয়ার কারণে সিরিয়া রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে। যুক্তরাষ্ট্রের হুমকি এ সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি। ’
এর আগে মস্কোর প্রস্তাবের প্রধান বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
মস্কোর প্রস্তাবে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র কনভেশনভুক্ত হওয়া, কোথায় কি পরিমাণে রাসায়নিক অস্ত্র রয়েছে তা জমা দেওয়া এবং রাসায়নিক অস্ত্র কর্মসূচির সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এবং বিশেষজ্ঞরা নির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বাশার বলেছেন, রাসায়নিক অস্ত্র কনভেনশনে সই করার প্রক্রিয়ার অংশ হিসেবে সিরিয়া জাতিসংঘের কাছে ডকুমেন্ট পাঠাবে।
তবে রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
গত সপ্তাহে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ত্যাগের পরামর্শ দেন রাশিয়া। রাশিয়ার এ প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এসএফআই/আরআইএস