ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লির গণধর্ষণ মামলার রায়ে বামপন্থী মানিকের সমর্থন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, সেপ্টেম্বর ১৫, ২০১৩
দিল্লির গণধর্ষণ মামলার রায়ে বামপন্থী মানিকের সমর্থন

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজে ব্যক্তিগতভাবে ফাঁসির পক্ষে না থাকলেও দিল্লি গণধর্ষণ মামলায় সাকেত আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধেও নন তিনি।

রোববার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক রক্তদান শিবিরে নিজের এই অভিব্যক্তির কথাই তুলে ধরেন মানিক সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ফাঁসির বিরুদ্ধে। কিন্তু দিল্লির ঘটনায় যে রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কথা বলা অমানবিক হবে। ’

বক্তব্যে মানিক সরকার একটি মানবাধিকার সংগঠনের ফাঁসির বিরোধিতা করার সমালোচনা করেন।

বামপন্থী নেতারা সব সময়ই ফাঁসির বিরোধিতা করে আসছেন। কিন্তু এবার অন্য পথে হাঁটলেন ত্রিপুরার এই বামপন্থী নেতা। ফাঁসির মতো রায়দানের বিরোধী হলেও দিল্লির গণধর্ষণ মামলায় ফাঁসির যে রায় দেওয়া হয়েছে তাকে কার্যত তিনি সমর্থনই করলেন।

এদিন শুধু দিল্লির রায়কে সমর্থনই করেননি মন্ত্রী, ক্ষোভ প্রকাশ করেন একাংশের আইনজীবীদের ভুমিকা নিয়েও।

তিনি অভিযোগ করেন, একাংশের আইনজীবী মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়ে অভিযুক্তদের পক্ষে দাঁড়াচ্ছেন। তারা অযথা বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে অভিযুক্তদের সুযোগ করে দিচ্ছেন। তার মতে এতে বিচার প্রক্রিয়ার উপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।

আইন পেশাকে টাকার অঙ্কে বিবচনা না করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়:  ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
কেএইচকিউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।