ঢাকা: ইরাকজুড়ে সহিংসতায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ।
রোববারে দেশটির দক্ষিণে বাবিল প্রদেশের শিয়া অধ্যুষিত শহর হিল্লায় দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। পুলিশ ও মেডিকেল সূত্রে এ খবর জানা গেছে।
এদিকে রাজধানী বাগদাদের প্রাদেশিক কাউন্সিলর প্রধান রিয়াদ আল-আধাধের গাড়িবহরে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এ বোমা হামলায় প্রাদেশিক কাউন্সিল প্রধান অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার এক দেহরক্ষীসহ ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪ জন।
এছাড়াও বাগদাদের দক্ষিণে কারবালা, নাসিরিয়াহ, সুয়েইরাহ ও হাফরিয়াহ এবং সুন্নি অধ্যুষিত আবু গরিব ও মসুল শহরে বোমা হামলা চালানো হয়।
এ ঘটনার একদিন আগে মসুল শহরের কাছে একটি অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হয়। গত সপ্তাহে দেশটিতে সহিংসতায় দেড়শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
যদিও দেশটির কর্তৃপক্ষ জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখছে তারপরও ইরাকজুড়ে প্রতিনিয়ত এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। দেশটিতে জাতিগত সংঘাতের ফলেই সহিংসতার ঘটনা বেড়ে গেছে।
সাম্প্রতিক সময়ে ইরাকে জাতিগত সংঘাত বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালে দেশটিতে জাতিগত সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিল। আশঙ্কা করা হচ্ছে আবার সে সময় ফিরে আসছে।
জাতিসংঘের দেওয়া তথ্যানুসারে এ বছরে দেশটিতে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত আগস্টেই নিহত হয় ৮’শ মানুষ।
সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণু আচরণের অভিযোগে আন্দোলনকারীরা শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পদত্যাগের জন্য আন্দোলনের ডাক দিয়েছে। সিরিয়া সংকট নিয়েও দেশটিতে আন্ত:সংঘাত বেড়ে গিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
কেএইচকিউ/এসআরএস