ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে কয়লা খনি বিধ্বস্ত হয়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
আফগানিস্তানে কয়লা খনি বিধ্বস্ত হয়ে নিহত ২৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। খনিতে আরো অনেকে আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, রোববার সামানগান প্রদেশের একটি দূরবর্তী এলাকায় খনিটি বিধ্বস্ত হয়। খবর পেয়েই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে।

সামানগান প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ সাদিক আজিজি জানান, “রুই দু আব জেলার আবখোরাক কয়লা খনিতে কাজ করার সময় দুর্ঘটনায় ২৭ খনি শ্রমিক নিহত হয়েছে। ”

তিনি বলেন, শ্রমিকরা কাজ করার সময় খনির একটি অংশ তাদের ওপর ধসে পড়ে। এতে নিহতের পাশাপাশি আরো ২০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।