ঢাকা: সারাদিনের ক্লান্তি শেষে নাগরিক হৃদয় যখন শান্তি খুঁজে বেড়ায়, তখন বেলা শেষে গোধূলিরাঙা আলো তার গা ছুঁয়ে দিয়ে যায় অপার্থিব প্রশান্তিতে।
শেষ বেলায় ডুবে যাওয়া সূর্য চাঞ্চল্যময় পৃথিবীতে নিয়ে আসে স্থিরতা, বুলিয়ে যায় অদ্ভুত এক শান্তির পরশ।
সূর্যাস্তের সৌন্দর্য অপার বিস্ময়ে অবাক করে পৃথিবীবাসীকে। নানান রূপে সে সৌন্দর্য ধরা পড়ে পৃথিবীজুড়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের সূর্যাস্তের এমনই কিছু ছবি বাংলানিউজ পাঠকদের জন্য তুলে দেওয়া হলো।

নিউজল্যান্ডের সাউথ আইল্যান্ডে তুষারাবৃত প্রকৃতিতে গোধূলিবেলার আলো মুহূর্তেই অপ্রাকৃত করে তোলে চারপাশকে।

গ্রীসের সানতোরিনি দ্বীপের সৌন্দর্য যেন এক আনন্দবাদীর চোখের হাজার বছরের স্বপ্ন!

মেক্সিকোর গালফ অব ক্যালিফোর্নিয়ার সান এসতেবেন দ্বীপে সূর্যাস্ত সারা পৃথিবীর সৌন্দর্যপ্রেমীদেরই আকৃষ্ট করে।

ফ্রেঞ্চ পলিনেশিয়ার ফাকারাভার সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে না পারা পৃথিবীজুড়েই সৌন্দর্যমোদীদের জন্য এক বিশাল আক্ষেপ।

কিরিবাতির ফোনিক্স দ্বীপের আগুনরাঙা সূর্যাস্ত একে এক পৌরাণিক ভাবমূর্তির প্রতিরূপ হিসেবে পৃথিবীজুড়েই পরিচিত করেছে।
ছবিগুলো বিবিসি ট্রাভেলের সৌজন্যে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
কেএইচকিউ/এবি/জিসিপি