বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি সালুসতিয়ানো স্যানচেজ আর নেই। শুক্রবার নিউইয়র্কের গ্রান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে ১শ’ ১২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১২ জুন ১শ’ ১৬ বছর বয়সে জিরোমন কিমুরার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের স্যানচেজই বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হন।
সালুসতিয়ানের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ইতালির ১১১ বছর বয়সী আরতুরো লিকাতা। আর সবচেয়ে বয়স্ক নারী জাপানের ১১৫ বছর বয়সী মিসাও ওকাআ।
১৯০১ সালের ৮ জুন স্পেনের একটি গ্রামে জন্মগ্রহণ করেন স্যানচেজ। ১৭ বছর বয়সে বড় ভাই পেদ্রোর সঙ্গে তিনি কিউবায় পাড়ি জমান। সেখানে তিনি আখের ক্ষেতে কাজ করেছেন।
এরপর ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান স্যানচেজ। তিনি পরে কেন্টাকির একটি কয়লা খনিতে কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি নিউইয়র্ক রাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
কেএইচ/জিসিপি