ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোয় প্রবল ঝড়ে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, সেপ্টেম্বর ১৬, ২০১৩
মেক্সিকোয় প্রবল ঝড়ে নিহত ১৯

ঢাকা: মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে হারিকেন ইনগ্রিড’র প্রভাবে সৃষ্ট বন্যা ও দু’টি শক্তিশালী ঝড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। মেক্সিকো উপসাগরের সামুদ্রিক ঝড়ের মধ্যে ‘এ’ ক্যাটাগরির হারিকেনটি সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে দেশটির উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।



ইতোমধ্যে হারিকেনের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতে দেশটির উপকূলীয় অঞ্চলে বন্যা দেখা দেওয়ায় প্রায় ছয় হাজার মানুষকে নিরপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে প্রচণ্ড বাতাসে উপকূলীয় এলাকা আকাপুলকোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় ভূমিধস, দেয়াল ধসের ঘটনাও ঘটেছে। এছাড়া, বন্যার পানিতে অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। সংযোগ তার ছিঁড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা।

হারিকেন ইনগ্রিডের কারণে দেশটির অধিকাংশ শহরে স্বাধীনতা দিবস উদযাপন স্থগিত ঘোষণা হয়েছে। জানা গেছে, ভেরাক্রজ ও তামালিপসা রাজ্যে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। হারিকেন উপদ্রুত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবলম্বন করতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩
জেডএস/এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।