ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর মুখে ধর্মনিরপেক্ষতা

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, সেপ্টেম্বর ১৬, ২০১৩
নরেন্দ্র মোদীর মুখে ধর্মনিরপেক্ষতা

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী এবার সাম্প্রদায়িকতা ঢাকতে কি জাতীয়তাবাদকেই ঢাল করতে উদ্যোগী হলেন?  হরিয়ানার রেওয়ারিতে প্রাক্তন সেনাকর্মীদের অনুষ্ঠানে অংশ নিয়ে নরেন্দ্র মোদী বলেন, জাতীয়তাবাদই হলো প্রকৃত ধর্মনিরপেক্ষতা।

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে শুক্রবার।

আর রোববারই পুরোদস্তুর নেমে পড়লেন প্রচারের ময়দানে। বেছে নিলেন প্রাক্তন সেনাকর্মীদের অনুষ্ঠান। আর সেখানেই নিজের সাম্প্রদায়িকতার তকমাটাকে ঢাকার প্রবল চেষ্টা করে গেলেন গুজরাতের এই মুখ্যমন্ত্রী। জাতীয়তাবাদকে ঢাল করে নাম না করে টার্গেট করলেন কংগ্রেসকে।

তাঁর অভিযোগ, কংগ্রেস মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ে আদতে দেশকে টুকরো টুকরো করছে।
 
তাঁর মতে, উপযুক্ত নেতৃত্বের অভাবেই বারবার সীমান্ত সমস্যার শিকার হচ্ছে ভারত।
 
লোকসভা ভোটে তিনিই বিজেপির মুখ। কিন্তু, লোকসভা ভোটের আগে কি নিজের গা থেকে ঝেড়ে ফেলতে পারবেন সাম্প্রদায়িকতার তকমাটা? সন্দিহান বিজেপি। সংশয়ে সম্ভবত খোদ নরেন্দ্র মোদীও। আর সেই কারণেই হয়তো এবার জাতীয়তাবাদকে হাতিয়ার করেই নিজের ইমেজটা বদলানোর চেষ্টা শুরু করে দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩
এসএস/কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।