ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৌ ঘাটিতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বিবিসি অনলাইন জানায়, সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ওয়াশিংটনে অবস্থিত নৌবাহিনীর সদর দপ্তরের নেভাল সি সিস্টেম কমান্ড ভবনে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
নৌবাহিনীর এই সদর দপ্তরে অন্তত তিন হাজার লোক কাজ করে।
নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, পুলিশের গুলিতে হামলাকারী বন্দুকধারীদের একজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে এবং অপর এক সন্দেহভাজনকে খুঁজছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় শোক পালনের কথা বলেছেন।
অপরদিকে, নিহত হামলাকারীর পরিচয় জানা গেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের একটি সূত্রে ওই হামলাকারীর নাম অ্যারন অ্যালেক্সিচ বলে জানা গেছে।
বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছে স্বীকার করে ওয়াশিংটনের পুলিশ প্রধান ক্যাথি লেনিয়ার জানিয়েছেন, এফবিআই এই ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে।
ওয়ালিংটনের মেয়র ভিনসেন্ট গ্রে হামলায় চারজন আহত আহত বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে এক পুলিশ অফিসারসহ গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টারযোগে ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা জেনিস ওরলস্কি।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩/আপডেট: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭
কেএইচ/এসআর/এমজেডআর