ঢাকা: গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে না পারেন এ জন্য সবরকমের বিরোধিতা ছিল তার।
আর সেই লৌহপুরুষ লালকৃষ্ণ আদভানিই কিনা ঠিক ১৮০ ডিগ্রি ঘুরে মোদি বন্দনায় যোগ দিলেন! তার পরম অপছন্দের মানুষটিকে ‘উন্নয়নের’র প্রতীকও বললেন আদভানি।
অথচ বিজেপির অধিকাংশ নেতার পছন্দের মোদিকেপ্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করা যাচ্ছিল না প্রভাবশালী আদভানি পক্ষের বিরোধিতার কারণেই। যদিও শেষ পর্যন্ত বিজেপির সংসদীয় দল ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিশেষ বৈঠক শেষে মোদিকেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা দেওয়া হয়।
সোমবার ছত্তিশগড়ে এক জনসভায় আদভানি বললেন, দেশের স্বার্থেই মোদিকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি বলেন, আমার দল থেকে ২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মনোনয়নপ্রাপ্ত মোদি গুজরাটের উন্নয়নে অনেক কাজ করেছেন। তার গৃহীত পদক্ষেপেই গুজরাটের বিদ্যুৎ ও পরিকাঠামো ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি হয়েছে।
আদভানির এমন পরিবর্তনে দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। দলের সকল বিপদ-আপদে নিজের অভিজ্ঞতা নিয়ে অটল থাকলেও মোদির বিরোধিতা করাটা ছিল আদভানির স্বভাবজাত আচরণ। আর সেই আদভানিই কিনা মোদির এতো ঘনিষ্ঠ হয়ে গেলেন!
পর্যবেক্ষকরা বলছেন, শেষ পর্যন্ত উপায় না দেখেই মোদিকে মানতে হলো আদভানির। কারণ, মোদি যদি আগামী নির্বাচনী বৈতরনী পার হয়ে যান, তাহলে নিজে অপ্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন দলে- এই ভেবেই এমন পরিবর্তন দেখালেন লৌহপুরুষ আদভানি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
এইচএ/আরআইএস