ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাঘের সঙ্গে লড়াই করে ফিরলেন তিনি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, সেপ্টেম্বর ১৭, ২০১৩
বাঘের সঙ্গে লড়াই করে ফিরলেন তিনি!

ঢাকা: বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন পশ্চিমবঙ্গের জয়নগরের তপন পিয়াদা।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার জয়নগরের কুলতলির বাসিন্দা তপন পার্শ্ববর্তী বেনিফেলি জঙ্গলের মাতলা নদীতে ১০ জনের একটি দলের সঙ্গে কাঁকড়া ধরতে যান।



জঙ্গলে গিয়ে একজনকে নৌকায় রেখে বাকিরা তিন জনে ভাগ হয়ে কাঁকড়া ধরতে যান। এ সময় নিজের দলের সদস্যদের কাছ থেকে কিছুটা দূরে চলে যান তপন।

আর তপনকে একা পেয়ে আক্রমণ করে বসে একটি দুর্ধর্ষ বাঘ। কিন্তু সাহসী তপনও সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। হাতে থাকা গড়ান গাছের লাঠি দিয়ে বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই করেন তিনি।

কিছুক্ষণ লড়াই চলার পর অন্য সঙ্গীরা এসে তাকে বাঘের কবল থেকে উদ্ধার করে।

বর্তমানে জয়নগরের একটি নার্সিংহোমে চিকিৎধীন রয়েছেন তপন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।