ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরস্কার পাচ্ছেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, সেপ্টেম্বর ১৭, ২০১৩
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরস্কার পাচ্ছেন মালালা

ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মাননা ‘অ্যাম্বাসেডর অব কনসায়েন্স অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন আমেরিকান গায়ক এবং মানবাধিকারকর্মী হ্যারি বেলাফন্টে।



মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পুরস্কার ঘোষণা করেন।

নারী শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য মালালাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। শিশুদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানোর জন্য গত বছর তালেবান হামলার শিকার হন মালালা।

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, নতুন এ দুজন অ্যাম্বাসেডরের কর্ম জগৎ ভিন্ন হলেও তারা সর্বক্ষেত্রে এবং সকলের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের উৎসর্গ করবেন বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।