ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাথর থেকে ছাড়া পেল কোস্টা কনকর্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, সেপ্টেম্বর ১৭, ২০১৩
পাথর থেকে ছাড়া পেল কোস্টা কনকর্ডিয়া

ঢাকা: ভূমধ্যসাগরে পাথরে আটকে পড়ার প্রায় ২০ মাস পর ছাড়া পেল ইতালিয়ান প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া।

সোমবার সকাল থেকে শুরু হয়ে রাতভর চলা ব্যাপক অভিযানের পর সাফল্য লাভ করেন উদ্ধারকাজে নিয়োজিত প্রকৌশলীরা।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই দৈত্য জাহাজটি উদ্ধারে নজিরবিহীন প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোনো ধরনের প্রস্তুতিরই বাকি ছিল না।

ইতালির বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ (আইসিপিএ) জানায়, দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোরে হেলে পড়া জাহাজটিকে সোজা করা হয়।

আইসিপিএ’র প্রধান কর্মকর্তা ফ্রান্সো গাব্রিয়েলি জানিয়েছেন, হেলে পড়া জাহাজটিকে এখন স্বাভাবিক অবস্থায় রাখা হয়েছে।

রুদ্ধশ্বাস এ অভিযানকে পুরোপুরি সফল বলে অভিহিত করেছেন প্রকৌশলী দলের প্রধান ফ্রান্সো পোরসেলাসিয়া।

এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘণ্টা পিছিয়ে সোমবার সকাল ন’টায় অভিযান শুরু হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, জাহাজ উদ্ধার অভিযানের ইতিহাসে এমন প্রস্তুতি খুব কমই দেখা গেছে। অবশ্য, এক লাখ ১৪ হাজার টন ওজনের জাহাজটি প্রায় তিনটি ফুটবল মাঠের মতো লম্বা হওয়ার কারণেই ব্যাপক প্রস্তুতি নিতে হয় প্রকৌশলীদের।

উল্লেখ্য, ২০১২ সালের জানুয়ারি মাসে নাবিকদের অসাবধানতায় নির্দিষ্ট নৌপথ হারিয়ে ইতালির পশ্চিম উপকূলের দ্বীপ গিগলিওর অদূরে তুসকান দ্বীপের খুব কাছাকাছি চলে আসায় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে হেলে পড়ে জাহাজটি। এতে আতঙ্কিত হয়ে অনেক যাত্রী জাহাজ থেকে সমুদ্রে লাফ দেন। ওই ঘটনায় ৩২ জন নিহত হয়।

ইতালির কোস্টগার্ডের এক বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় চার হাজারেরও বেশি যাত্রী এবং এক হাজার ২৩ জন নাবিক ছিল ওই প্রমোদতরীতে। যাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন।

ওই ঘটনায় জাহাজটির ক্যাপ্টেন ফ্রান্সেসকো শ্যাটিনোসহ পাঁচজনকে গ্রেফতার করে নরহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
এইচএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।