ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রেণিকক্ষে শিক্ষকের সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
শ্রেণিকক্ষে শিক্ষকের সন্তান প্রসব

পড়াতে এসে ক্লাসরুমে সন্তান প্রসব করেছেন যুক্তরাজ্যের এক স্কুলশিক্ষিকা। দেশটির এসেক্স অঞ্চলের ইতিহ্যবাহী ম্যানফোর্ড প্রাইমারি স্কুলে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।



ঘটনার দিন যথারীতি স্কুলে পৌছে সকালের মিটিং শেষ করেন ডায়ানা কৃশ ভিরামানি (৩০) নামের ওই স্কুল শিক্ষক। এরপরই শুরু হয় তার প্রসব ব্যথা। ব্রিটিশ পত্রিকা বিবিসি অনলাইন জানায়, নির্দিষ্ট সময় এক সপ্তাহ আগেই তিনি প্রসব ব্যথা অনুভব করেন।

তারপর ভিরামানি নিজেই স্বামী বিজয়া ভিরামানির কাছে ম্যাসেজ করে দ্রুত স্কুলে আসতে বলেন।

পরিস্থিতি দেখে ডায়ানা ভিরামানির সহকর্মীরা অ্যাম্বুলেন্স আনার কথা বলেন। কিন্তু তিনি বাড়িতে যেতে চান বলে সহকর্মীদের জানান। অবস্থার অবনতি দেখে সহকর্মীরা দ্রুত ক্লাসরুমেই সন্তান প্রসবের ব্যবস্থা করেন।

অবশেষে ভিরামানী তিন মেয়ে সহকর্মীর সহায়তায় ছেলে সন্তানের জন্ম দেন।

এদিকে ঘটনা শুনে স্বামী দ্রুত হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যেই তিনি জানতে পারেন তার স্ত্রীর সন্তান প্রসব করতে যাচ্ছেন। পরে স্কুলে পৌছে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান।

ভিরামানি জানান, প্রত্যেকেই আমাকে আপন মানুষের মতো খুব সাহায্য করেছে।

বাচ্চাটির নাম রাখা হয় জনাহ। যে কক্ষে ছেলে সন্তানটির জন্ম হয় তার নামও রাখা হয়েছে বাচ্চাটির নামানুসরে ‘জনাহর কক্ষ’।

ভিরামানির সহকর্মীরা মজা করে বাচ্চাটির উদ্দেশ্যে বলে, তুমি প্রথম দিনেই স্কুলে দেরি করে এসেছ। কারণ ইতোমধ্যে স্কুলের ঘণ্টা বেজে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।