ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম ব্রাদারহুডের প্রধান মুখপাত্র জেহাদ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
মুসলিম ব্রাদারহুডের প্রধান মুখপাত্র জেহাদ গ্রেফতার

ঢাকা: মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান ইংরেজিভাষী মুখপাত্র জেহাদ এল-হেদ্দাদকে  গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার রাতে জানায়, কায়রোর উপকণ্ঠে নাসর সিটির একটি বাসা থেকে জেহাদকে গ্রেফতার করা হয়।

এ সময় তার সঙ্গে কালুবিয়া প্রদেশের সাবেক গভর্নর ও ব্রাদারহুড নেতা হোসাম আবু বকরকেও গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হতে পারে এ ব্যাপারে কিছু জানায়নি সেনাসমর্থিত সংবাদ মাধ্যমগুলো। তবে আল আহরাম অনলাইন জানিয়েছে, সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জেহাদকে ।

সেনা অভ্যুত্থানে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে ব্রাদারহুডের নির্বাচনী প্রচারণায় মুরসির পক্ষে প্রধান মিডিয়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেহাদ।

মুরসির পতনের পর কয়েক দফা সহিংসতায় ব্রাদারহুডের এক হাজারেরও বেশি সমর্থক নিহত হওয়ার পর সেনাবাহিনীকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বিবৃতি দিয়েছিলেন জেহাদ।

উল্লেখ্য, মুরসি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এসাম এল-হেদাদের ছেলে ব্রাদারহুডের ডেপুটি জেনারেল খায়রাত এল শাতেরের দেহরক্ষী বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।