ঢাকা: মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান ইংরেজিভাষী মুখপাত্র জেহাদ এল-হেদ্দাদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার রাতে জানায়, কায়রোর উপকণ্ঠে নাসর সিটির একটি বাসা থেকে জেহাদকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হতে পারে এ ব্যাপারে কিছু জানায়নি সেনাসমর্থিত সংবাদ মাধ্যমগুলো। তবে আল আহরাম অনলাইন জানিয়েছে, সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জেহাদকে ।
সেনা অভ্যুত্থানে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে ব্রাদারহুডের নির্বাচনী প্রচারণায় মুরসির পক্ষে প্রধান মিডিয়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেহাদ।
মুরসির পতনের পর কয়েক দফা সহিংসতায় ব্রাদারহুডের এক হাজারেরও বেশি সমর্থক নিহত হওয়ার পর সেনাবাহিনীকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বিবৃতি দিয়েছিলেন জেহাদ।
উল্লেখ্য, মুরসি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এসাম এল-হেদাদের ছেলে ব্রাদারহুডের ডেপুটি জেনারেল খায়রাত এল শাতেরের দেহরক্ষী বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৩
এইচএ/আরকে