ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক বছর সময় চান আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
এক বছর সময় চান আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সরকারের কাছে থাকা সকল রাসায়নিক অস্ত্র ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি এজন্য এক বছর সময় চেয়েছেন।

   

বুধবার ফক্স নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে আসাদ আবারো ২১ আগস্ট দামেস্কে ভয়াবহ রাসায়নিক হামলার কথা অস্বীকার করেন।

দামেস্কের গৌহাটিতে ওই হামলায় কয়েকশ লোক নিহত হয়েছে। সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্রের হামলায় এক হাজার ৪২৯ জন নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে। এদের মধ্যে ৪২৬ শিশু আছে। সিরিয় সরকার বরাবরই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এটাকে বিদ্রোহীদের হামলা বলে দাবি করে আসছে।

যুক্তরাষ্ট্র আসাদ সরকারের কাছে রাসায়নিক অস্ত্র আছে- এই অভিযোগ তুলে সিরিয়ায় হামলার বিষয়ে উৎসাহী হয়ে উঠে। । কিন্তু এই দেশ-বিদেশে যুদ্ধবিরোধী ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে সিরিয়ায় হামলায় বাধ সাধে সিরিয়ার মিত্র রাশিয়া।

শেষমেষ জেনেভায় রাশিয়া-যুক্তরাষ্ট্র তিন দিনব্যাপী এক বৈঠকে মতৈক্যে পৌছায় রাশিয়া-যুক্টরাষ্ট্র। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়াকে তার রাসায়নিক অস্ত্র অপসারণ বা ধ্বংস করার সময় বেধে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এরপরই বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম আসাদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এক ঘণ্টার ওই সাক্ষাৎকারে আসাদ সিরিয়ায় হামলার বিষয়ে মার্কিন মনোভাবের কড়া সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।