কলকাতা: কলকাতা মেট্রোয় আবার ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিলেন রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরি। অবশ্য রেলমন্ত্রী কবে থেকে এই ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
মধ্য কলকাতার ময়দান মেট্রোস্টেশনে বুধবার এস্কেলেটর- উদ্বোধনে গিয়ে তিনি বলেন, যে হারে প্রতিদিন মেট্রোয় যাত্রীচাপ বাড়ছে তাতে ভাল পরিসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
অধীর চৌধুরি জানান যাত্রীচাপ সামলাতে আরও নতুন রেক আনার পরিকল্পনাও রয়েছে। নতুন রেক চালাতে আরও মোটরম্যান নিয়োগ করা হবে।
এদিন এছাড়াও শিয়ালদহ-সল্টলেক মেট্রোর প্রকল্পর জন্য দত্তাবাদের জমি জট কাটতে চলেছে বলেও জানান তিনি।
রেলপ্রতিমন্ত্রী বলেন, ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য জমি সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। ফলে প্রথম ফেজের কাজ দ্রূত শেষ হবে।
অধীর চৌধুরি এদিন ময়দান স্টেশন থেকে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রথমে মহানায়ক উত্তমকুমারে ও সেখান থেকে পার্ক স্ট্রিট-এ নামেন। সেখানে মেট্রোর জেনারেল ম্যানেজার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩,
ভিএস/এসএস/বিএসকে