ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিসরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, সেপ্টেম্বর ১৯, ২০১৩
মিসরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ

মিসরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র জঙ্গীদের সংঘর্ষ হয়েছে। কায়রোর কেরদাশাহ শহরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

ইরানের সরকারি টেলিভিশনের বরাতে আল-জাজিরা সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানায়। পুলিশ ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কারফিউ জারি করেছে। তবে সংঘর্ষ এখনও চলছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত মাসে কেরদাশার একটি থানায় অতর্কিত হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এরপর বৃহস্পতিবার থানায় হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ এই অভিযান চালায়।

ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খুব সকালে পুলিশের চালানো ওই অভিযানের উদ্দেশ্যে ছিল কেরদাশাহ অঞ্চল থেকে জঙ্গীদের উৎখাত করে দেওয়া। কাপড়ের জন্য বিখ্যাত কেরদাশাহ অঞ্চলটি জঙ্গীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসির পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুরসির সমর্থকদের মধ্যে সহস্রাধিক লোক নিহত হয়। এদের মধ্যে শতাধিক পুলিশ কর্মকর্তা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।