ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতার বহুতলে সৌর বিদ্যুৎ বাধ্যতামুলক

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
কলকাতার বহুতলে সৌর বিদ্যুৎ বাধ্যতামুলক

কলকাতা: সৌর বিদ্যুৎ ব্যবহারে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এক অভিনব উদ্যোগ গ্রহণ করল। চারতলা বা তার বেশি উঁচু যেকোনো বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা না থাকলে বাড়ি নির্মাণের আবেদন মঞ্জুর করা হবে না।

বুধবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তরফে ঘোষণা করা  হয়।

নবায়নযোগ্য শক্তির ব্যবহার এর পক্ষে গোটা ভারতে পরিবেশ প্রেমীরা আন্দোলন করছেন। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এই সিদ্ধান্ত মানুষকে আরও সচেতন করবে বলে মনে করা হচ্ছে।

যদিও ২০০৭ সাল থেকেই এই নিয়ম চালু ছিল তবে এত দিন তা গুরুত্ব দিয়ে কার্যকর করা হয়নি। পরিবেশবিদ সুভাষ দত্ত’র আবেদন করা একটি মামলায় গত ১১ জুন কলকাতা হাইকোর্ট এই বিষয়ে একটি রায় দেয়।

এই রায়ের পরেই নড়েচড়ে বসে সরকার। এই রায়ে আরও বলা হয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা গুলিকেও তাদের মুল উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হবে।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এই উদ্যোগকে সকল পক্ষের তরফ থেকেই  স্বাগত জানানো হয়। আশা করা হচ্ছে এই প্রকল্প চালু হলে পরিবেশ রক্ষার দিক থেকে এক নতুন ধারার সূচনা হবে কলকাতায়।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩  
ভিএস, এসএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।