ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ধসে আটকে গেল ট্রেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, সেপ্টেম্বর ১৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ছুটন্ত ট্রেনের উপর পড়ল ধস। আর তাতেই চরম বিপত্তি।

আটকে গেল ট্রেন। ঘটনা কুমারঘাটের সিধংছড়া এলাকায় বুধবার গভীর রাতে।

বুধবার সন্ধ্যায় আগরতলা থেকে রওনা দেয় আগরতলা-ধর্মনগর মেল ট্রেনটি। আগরতলা থেকে ছাড়া এটিই দিনের শেষ ট্রেন। রাত প্রায় দুটো নাগাদ ট্রেনটি পৌঁছায় কুমারঘাটে। সেখানে সিধংছড়ায় একটি রেল টানেল রয়েছে।

রেলে থাকা যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটি সুরঙ্গের ভেতর প্রবেশ করতেই দুপাশের পাহাড়ের মাটি ভেঙ্গে পড়ে রেল ট্র্যাকের উপর। সুরঙ্গের মুখেই মাটি ভেঙ্গে পড়ে। গত দুদিন ধরে ওই এলাকায় খুব বৃষ্টি হচ্ছে। যে কারণে নরম মাটি ভেঙ্গে পড়ে রেল ট্র্যাকের উপর। বেশ কয়েক ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় ট্রেনটি। গভীর রাতে জঙ্গলে ঘেরা এলাকায় ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

রেলওয়ের কর্মকর্তা শঙ্কর দেব জানিয়েছেন ভোর প্রায় চারটা নাগাদ শুরু হয় উদ্ধার কাজ। ট্রেনের তিনটি বগি ঢুকে গিয়েছিল সুরঙ্গের ভেতর। বাকি অংশটি ছিল সুরঙ্গের বাইরে। সুরঙ্গের ভেতরে থাকা তিনটি বগিকে আলাদা করে নেয়া হয় প্রথমে। এই তিনটি বগিকে পাঠিয়ে দেয়া হয় ধর্মনগর। বৃহস্পতিবার বিকালের পর শেষ হয় রেল ট্র্যাক থেকে নরম মাটি পরিষ্কারের কাজ। সন্ধ্যা নাগাদ শুরু হয় রেল চলাচল।

এ ঘটনায় কোন রেল যাত্রী হতাহত হননি। কিন্তু গোটা ঘটনায় যাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে যান। রেল লাইনে এই ধস পড়ার ফলে বৃহস্পতিবার সারা দিন আগরতলা ধর্মনগর রুটে কোন ট্রেন চলাচল করতে পারে নি। চরম ভোগান্তির শিকার হন সাধারন মানুষজন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩,
টি/এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।