ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে জঙ্গি হামলায় ৩০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, সেপ্টেম্বর ২০, ২০১৩
ইয়েমেনে জঙ্গি হামলায় ৩০ সৈন্য নিহত

ঢাকা: ইয়েমেনে একটি সেনা ক্যাম্পে বোমা হামলা চালিয়ে ৩০ সদস্যকে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এ ঘটনায় আহত হয়েছে অনেকে।



সংশ্লিষ্ট সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের শাব্বা প্রদেশের একটি সেনা ক্যাম্পে দু’টি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

তবে কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে, আরব উপদ্বীপে যুদ্ধরত আল-কায়েদা জঙ্গিরাই এ হামলা চালিয়ে থাকতে পারে। কারণ, এর আগেও সেনা ক্যাম্পকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়েছে আল-কায়েদা।

তবে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।