ঢাকা: নেদারল্যান্ডের আমস্টারডামভিত্তিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস দাবি করেছে, অস্ত্রের মুখে জিম্মি করে তাদের একটি জাহাজকে আটক করেছে রাশিয়ার সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। জাহাজটিতে ৬ জন ব্রিটিশ নাগরিকসহ ৩০ জন পরিবেশবাদী কর্মী ছিলেন বলে দাবি করেছে গ্রিনপিস।
গ্রিনপিসের একজন কর্মীর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে, রাশিয়ান নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে নরওয়ের উত্তরে আর্কটিক মহাসাগরের বারেন্টস সাগর থেকে তাদের ‘আর্কটিক সানরাইজ’ নামে সবুজ রঙা একটি জাহাজ আটক করে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রাশিয়ার গাজপ্রোম সমুদ্রসীমায় প্রিরাজদোমনায়া নামক তেলের খনিটি খননে গ্রিনপিস বাধা দেওয়ার চেষ্টা করার একদিন পরই এই খবরটি এল।
নেদারল্যান্ডের সংগঠন গ্রিনপিসের দাবি, তেলের খনিটি খনন করা হলে সেটা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তবে, এ অভিযোগ নাকচ করে দিয়েছে মস্কো।
বৃহস্পতিবার গ্রিনপিসের এক কর্মী দাবি করেন, আর্কটিক সানরাইজের একটি কক্ষে ওই সদস্যদের আটক রাখা হয়েছে।
এ দিকে জাহাজটি আন্তর্জাতিক সমুদ্রসীমায়ই ছিল দাবি করে অবিলম্বে বন্দি সদস্যদের মুক্তির দাবি জানিয়েছে গ্রিনপিস।
ধারণা করা হচ্ছে, আর্কটিক সানরাইজকে রাশিয়ার মুরমানস্ক সমুদ্রবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, নিজেদের সমুদ্রসীমায় তেলের খনি খননে বাধা দেওয়ায় গ্রিনপিসের আচরণকে ‘আক্রমণাত্মক ও উস্কানিমূলক’ দাবি করে বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নেদারল্যান্ডের পতাকাবাহী জাহাজটি রাশিয়ার সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করলে সতর্কতা দেয় সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। তারপরও সমুদ্রসীমা লঙ্ঘন করা হলে বিদেশি জাহাজটি আটক করতে বাধ্য হয় রুশ সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষ।
এছাড়া, সমুদ্রসীমা লঙ্ঘনের ব্যাপারে মস্কোতে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
এইচএ/আরআইএস