ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে বো জিলাই`র যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
দুর্নীতির দায়ে বো জিলাই`র যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: দুর্নীতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষস্থানীয় নেতা বো জিলাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশের রাজধানী জিনানের ইন্টারমেডিয়েট পিপল’স কোর্ট জিলাইয়ের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, জিলাইয়ের সকল সম্পত্তিও জব্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

তবে বিচার চলাকালে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাকে এই সদস্য ও পার্টির দক্ষিণাঞ্চলীয় মেগাসিটি চংকিং শহরের সাবেক প্রধান তার বিরুদ্ধে আনীত সব ধরনের অপরাধের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।

চীনের সংবাদ মাধ্যমগুলো জানায়, কঠোর সেনাপ্রহরার মাধ্যমে রোববার সকালে আদালতে তোলা হয় জিলাইকে। তারপর জিলাইয়ের সামনেই রায় পড়েন আদালত।

এর আগে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আদালতের ৫০ মিটারের বেশি এলাকা সংরক্ষিত ঘোষণা করে প্রশাসন। এসব এলাকায় কয়েক ডজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, জিলাইয়ের বিচারের ব্যাপারে আগ থেকেই চীনা সরকারের কড়াকড়ি যথেষ্ট লক্ষ্যণীয় ছিল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, দায়িত্ব পাওয়ার পর মেগাসিটি চংকিংয়ে উন্নয়নের জোয়ার বইয়ে দেন জিলাই। ওই অঞ্চলে আলোচিত অপরাধ-বিরোধী প্রচারণা চালিয়ে পুরো চীনজুড়ে প্রশংসিত হতে থাকেন তিনি।

তবে এই জনপ্রিয়তার পাশাপাশি চংকিংয়ের উদারপন্থি রাজনীতিকদের নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জিলাইয়ের উদারপন্থিদের নিপীড়ন কার্যক্রমে দলের সংহতি ও খ্যাতি নষ্ট হওয়ার আশঙ্কা করেন কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

চীনের নতুন প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিংয়ের শাসনামলেই এই রায় ঘোষণা করা হলো। ক্ষমতাগ্রহণের পর জিনপিং বলেছিলেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোস করবে না। কারণ, দুর্নীতির প্রশ্নে কমিউনিস্ট পার্টির অস্তিত্বের বিষয়টি জড়িত।

জিলাইয়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে তার অন্যতম উপদেষ্ট ওয়াং লিজুনের পক্ষ থেকে। গত বছরের শুরুর দিকে লিজুন মার্কিন কনস্যুলেটে পালিয়ে গিয়ে দাবি করেন, ২০১২ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইহুডকে হত্যা করেন জিলাইয়ের স্ত্রী গুকাইলাই। আর সেই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন জিলাই।

এছাড়া, অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কোষাগার থেকে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৫০ লাখ ইউয়ান (প্রায় ছয় কোটি ৩৩ লাখ টাকা) সরানোসহ আরও কয়েকটি দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয় জিলাইয়ের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।