ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ ১২ পৌরসভার ভোট শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, সেপ্টেম্বর ২০, ২০১৩
পশ্চিমবঙ্গ ১২ পৌরসভার ভোট শনিবার

কলকাতা : পশ্চিমবঙ্গের বারোটি পৌর সভা নির্বাচনের প্রচার শেষ হল বৃহস্পতিবার। শনিবার উত্তরবঙ্গের পাঁচটি এবং দক্ষিণবঙ্গের সাতটি পৌর সভায় নির্বাচন হবে।



বৃহস্পতিবার দুপুর তিনটে পর্যন্ত বারোটি পৌর সভার সব`কটি ওয়ার্ডেই প্রচারে ঝড় তোলেন বাম-ডান সব পক্ষের নেতারা।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বারোটি পৌর সভার ভোটগণনা ও ফল প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোট হবে মোট ২৪টি ওয়ার্ডে।

পঞ্চায়েত নির্বাচনে গ্রামাঞ্চলের জন-সমর্থনের অভিমুখ স্পষ্ট হওয়ার পর পৌর এলাকা বা শহরাঞ্চলের এই নির্বাচন লোকসভার আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অধিকাংশ জায়গাতেই তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে অনেকে।

যদিও কংগ্রেসের দাবি- বীরভূমের দুবরাজপুর এবং নদিয়ার চাকদায় যথেষ্ট ভাল ফল করবে কংগ্রেস। এমন কী পানিহাটি পৌর সভার কয়েকটি ওয়ার্ডেও কংগ্রেস শক্ত প্রতিপক্ষ হিসাবে লড়াই করবে। হলদিবাড়ি পৌর সভায় ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতারা।

মেখলিগঞ্জ ছাড়া আর কোথাও ভাল ফল আশা করছে না সিপিএম। যদিও নেতৃত্বের একাংশের দাবি, হাবড়াতেও ভাল ফল করবে বামেরা। কিন্তু প্রচারের দৌড়ে হাবড়ায় নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া চেষ্টা করেছে বিজেপিও।

প্রত্যেকটি পৌর সভারই অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বারোটি পৌর সভাতেই এককভাবে ক্ষমতা দখলের ক্ষেত্রেই যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার শেষ দিনের প্রচারে বর্ধমান ঘুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় কর্মীদের শান্ত সংযতভাবে ভোট করার নির্দেশ দেন।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩,
ভিএস/এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।