ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করর্পোরেশন মর্যাদা পাচ্ছে আগরতলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): পৌরসভা আগরতলা উন্নীত হচ্ছে কর্পোরেশনে। সেই সঙ্গে রাজ্যের ১০টি নগর পঞ্চায়েতকে করা হচ্ছে পৌর পরিষদ।



বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা।

আগামী বিধানসভা অধিবেশনেই এই পৌর আইনের সংশোধন করা হবে । আপাতত আগরতলাকে কর্পোরেশন এবং ১০টি নগর পঞ্চায়েতকে পৌর পরিষদ করার ব্যাপারে অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

রাজ্যের বর্তমান পৌর আইনে ৫ লাখ জনসংখ্যা না হলে কর্পোরেশন করার বিধান নেই। এখন যে সংশোধনী আনা হচ্ছে- তাতে বলা হচ্ছে ৩ লাখ জনসংখ্যা হলেই কর্পোরেশন করা যাবে।

আগরতলাকে কর্পোরেশন করার পাশাপাশি বাড়ানো হচ্ছে এর আয়তনও। বর্ধিত এলাকা নিয়ে আগরতলার আয়তন দাঁড়াবে ৭৬ বর্গ কিলোমিটার। সে সঙ্গে জনসংখ্যা বেড়ে হবে প্রায় ৪ লাখ ৪০ হাজার।

নতুন যে দশটি নগর পঞ্চায়েত পৌর পরিষদে উন্নীত হচ্ছে সেগুলি হল-  ধর্মনগর, কৈলাসহর, তেলিয়ামুড়া, খোয়াই, মোহনপুর, বিলোনীয়া, মেলাঘর, উদয়পুর, বিশালগড় এবং শান্তিরবাজার।

অন্যদিকে নগর পঞ্চায়েত হিসেবে থেকে যাবে কমলপুর, আমবাসা, কুমারঘাট, পানিসাগর, রানীরবাজার, জিরানীয়া, সোনামুড়া, অমরপুর, ও সাব্রুম।

সব মিলিয়ে কর্পোরেশন, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নিয়ে নাগরিক স্বায়ত্বশাসন ব্যবস্থাও হবে তিন স্তরের।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
টিসি/এসএটি/এসএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।