পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে ইসলামাবাদ। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার জাতিসংঘে পাকিস্তানের অ্যাম্বাসেডর মাসুদ খান ড্রোন বিষয়টি তুলে ধরেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ওই দিন ১৫টি দেশের কাউন্সিলে বিষয়টি তুলে ধরা হয়।
পাকিস্তানের ডন পত্রিকা বরাতে জানা গেছে মাসুদ খান মার্কিন ড্রোন হামলা সম্পর্কে বলেন, “মার্কিন ড্রোন হামলার মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘন হচ্ছে যার পরিণামে পাকিস্তানের বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে। এছাড়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইও ভিন্নখাতে মোড় নিচ্ছে। ”
ডন দাবি করে, ড্রোন হামলার বিরূপ পরিনতি বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দৃষ্টি আকর্ষন হয়েছে।
এদিকে জানা গেছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদেও ড্রোন হামলার প্রসঙ্গ তুলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
কেএইচ/এসআরএস