ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সামারা শহরে একটি সুন্নি মসজিদের ভেতর দুটি বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এ বিস্ফোরণ ঘটে বলে জানান সামারা শহরের প্রশাসনিক কর্মকর্তা মিজহার ফ্লেই।
তিনি জানান, এ হামলায় আরও কমপক্ষে ৮ জন গুরুতর আহত হয়েছে।
সুন্নি সম্প্রদায় অধ্যুষিত সামারা শহরটি বাগদাদ থেকে ৯৫ কিমি উত্তরে অবস্থিত।
যদিও দেশটির কর্তৃপক্ষ জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখছে তারপরও ইরাকজুড়ে প্রতিনিয়ত এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। দেশটিতে জাতিগত সংঘাতের ফলেই সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গত এপ্রিল থেকে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ক্রমান্বয়েই বেড়ে চলছে।
সাম্প্রতিক সময়ে দেশটিতে জাতিগত সংঘাত বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালে দেশটিতে জাতিগত সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিল। আবার সে সময় ফিরে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের দেওয়া তথ্যানুসারে এ বছরে দেশটিতে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত আগস্টেই নিহত হয় ৮’শ মানুষ।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
কেএইচকিউ/আরআইএস