ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাই আদালত থেকে পালালো আফজাল উসমানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, সেপ্টেম্বর ২০, ২০১৩
মুম্বাই আদালত থেকে পালালো আফজাল উসমানি

মুম্বাইয়ের একটি আদালত থেকে পালিয়েছে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীন এর সদস্য আফজাল উসমানি। ২০০৮ সালে  আহমেদাবাদে হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

আহমেদাবাদের ওই হামলায় অর্ধশত নিহত ও দুই শতাধিক লোক আহত  হয়।

একই দিন বিভিন্ন স্থানে কুঁড়িটি বিস্ফোরণ ঘটানো হয়। পরের দিন সুরাত থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়। একই বছরের ২৭ আগস্ট উত্তর প্রদেশ থেকে চার সহযোগীসহ তাকে আটক  করা হয়।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি খবরে এ তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, একটি মামলায় শুনানির জন্য আফজালকে শুক্রবার কারাগার থেকে দক্ষিণ মুম্বাইয়ের একটি দায়রা জজ আদালতে হাজির করা হলে তিনি ‘অদৃশ্য’ হয়ে যান।  

পুলিশ ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাকে গ্রেফতার ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

নব্বইয়ের দশকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সদস্য হিসেবে অপরাধ জগতে পা রাখেন ‍আফজাল। তার বিরুদ্ধে গাড়ি চুরি, হত্যা, গুলিবর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

তার ভাই ফয়েজ উসমানিও অন্ধকার জগতের বাসিন্দা ছিল। ২০১১ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আটক করার পর পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি মারা যান। তার মৃত্যুর জন্য উসমান পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায় সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।