ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ১৮ পুলিশকে হত্যা করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, সেপ্টেম্বর ২০, ২০১৩
আফগানিস্তানে ১৮ পুলিশকে হত্যা করলো তালেবান

আফগানিস্তানে তালেবান হামলায় ১৮ পুলিশ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে বিবিসি অনলাইন জানায়, শুক্রবার দেশটির বাদাকশান রাজ্যে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।


সংবাদ মাধ্যম জানায়, ওরদোজ জেলায় এক অভিযান শেষে থেকে বাদাকশান রাজ্যে ফেরার পথে পুলিশ হামলার শিকার হন। সাম্প্রতিকালে ওরদোজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর প্রেক্ষিতেই পুলিশ এই অভিযান পরিচালনা করে।

ইতোমধ্যেই তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তালেবান এক বিবৃতিতে জানায়, হামলায় নিহত পুলিশ সদস্যদের মৃতদেহ উপজাতীয় নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পুলিশের অস্ত্রশস্ত্র ও যানবাহন ছিনিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।