ঢাকা: দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে কয়লা চালিত বা তাপবিদ্যুৎ কেন্দ্র ছেড়ে বিদ্যুতের বিকল্প উৎসের ওপর জোর দিয়ে প্রস্তাব পেশ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভবিষ্যতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিধিনিষেধ কড়াকড়ি করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকছে ওই প্রস্তাবে।
আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে ওবামার প্রস্তাবটি ঘোষণা করা হতে পারে। প্রথমবারের মতো তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ওপর কড়াকড়ি আরোপ করছেন ওবামা।
বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় গৃহীত পরিকল্পনার অন্যতম পদক্ষেপ হচ্ছে ওবামার এ প্রস্তাব। বৈশ্বিক উষ্ণতা বাড়ার অন্যতম কারণ হচ্ছে বিশ্বের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো। ওবামার মতে, তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘সীমাহীন কার্বন দূষণের ভাণ্ডার’।
ওবামার প্রস্তাব সচল তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর তৎক্ষণাৎ প্রভাব না ফেললেও ওইসব কেন্দ্র থেকে কার্বন নির্গমনের মাত্রা কমাতে বাধ্য করবে সরকার। যুক্তরাষ্ট্রের গ্রিনহাউজ গ্যাস নির্গমনের এক তৃতীয়াংশ হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।
প্রস্তাবকে নিয়মে রূপ দিতে আগাম গ্রীষ্ম পর্যন্ত দেশের এনভারনমেন্টাল প্রটেকশন এজেন্সিকে সময় দিয়েছেন ওবামা। প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার আগে সাধারণ জনগণ তাদের মতামত দিতে পারবেন।
অল্প কিছু পরিবর্তন ছাড়া গত বছর যে প্রস্তাব উত্থাপন করেছিল ওবামা প্রশাসন সেটিরই নতুন সংস্করণ হচ্ছে অঘোষিত প্রস্তাবটি। যুক্তরাষ্ট্রে নতুন তাপ প্রকল্প নিষিদ্ধ করার বিধিভুক্ত ওই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছিল শিল্প প্রতিষ্ঠান ও রিপাবলিকান নেতারা।
ওবামার অঘোষিত প্রস্তাবের শর্ত মতে, নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে প্রযুক্তিগতভাবে ব্যয়বহুল।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
এসএফআই/জেসিকে