ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে রাজি সিরিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
যুদ্ধবিরতিতে রাজি সিরিয়ার বিদ্রোহীরা

ঢাকা: আলেপ্পোর নিকটবর্তী আজাজ শহরে যুদ্ধরত সিরিয়ার বিদ্রোহীদের দু’টি গ্রুপ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বিদ্রোহীদের আরেকটি গ্রুপ নর্দান স্টোর্ম ব্রিগেডের (এনএসবি) ফেসবুক পেজের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

পেজের পোস্টে প্রকাশিত চুক্তিপত্রে দু’পক্ষেরই স্বাক্ষর থাকলেও আসাদ সরকারের সঙ্গে এই চুক্তি, নাকি দু’পক্ষের মধ্যকার চুক্তি এ ব্যাপারটি পরিষ্কার জানা যায়নি।

চুক্তিপত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং তুরস্কের সীমান্তবর্তী ফাঁড়ির দখল নিয়ে বিরোধ মীমাংসায় বিদ্রোহীদের আদালতের মুখোমুখি হবে তারা।

সংবাদ মাধ্যমগুলো বলছে, বিদ্রোহীদের দু’পক্ষের সংঘর্ষে শহরটিতে ‘যুদ্ধের মধ্যে আরেকটি যুদ্ধ’ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতেই যুদ্ধবিরতির খবরটি আসলো।

তবে বিদ্রোহীদের দুই পক্ষের এই যুদ্ধবিরতি চুক্তি পুরো সিরিয়ায় কেমন প্রভাব ফেলবে এ ব্যাপারটি এখনও পরিষ্কার নয়।

তুরস্কের সঙ্গে সীমান্তবর্তী সিরিয়ায় দায়িত্বরত বিবিসির প্রতিনিধি পল উড জানিয়েছেন, আজাজ শহরে যুদ্ধরত বিদ্রোহীরা বন্দি বিনিময় ও সম্পদ হস্তান্তর করতে রাজি হয়েছে। তবে এই অঞ্চলের যুদ্ধবিরতি দেশের অন্যস্থানে লড়াইরত বিদ্রোহীদের ওপর কী প্রভাব ফেলবে সে নিয়ে প্রশ্ন রয়েছে?

এদিকে, পশ্চিমা সমর্থনপুষ্ট ফ্রি সিরিয়ান আর্মির কাছ থেকে উত্তরাঞ্চলের আজাজ শহরটি দখলে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও আসাদের সমর্থক গ্রুপ ইসলামিক স্টেট ইন ইরাক।

পর্যবেক্ষকরা বলছেন, যদি ইসলামপন্থিদের কাছ থেকে এফএসএ দূরত্ব দেখাতে পারে তবে তাদের সামরিক সহযোগিতা দিতে পারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বাহিনী।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।