ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বামফ্রন্টের বর্ধমান পৌরসভার ভোট বয়কট

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, সেপ্টেম্বর ২১, ২০১৩

কলকাতা: ভোটে সন্ত্রাস এবং অনিয়মের অভিযোগ এনে বর্ধমান পৌরসভা নির্বাচন থেকে সমস্ত প্রার্থী প্রত্যাহার করে নিল বাম দলগুলি। শনিবার ভোট চলছে বর্ধমান পৌরসভার।

অভিযোগের আঙ্গুল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান জেলা বামদল তরফে এই কথা জানানো হয়েছে।

এ ঘটনায় যথেষ্ট উত্তেজনা সৃস্টি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। ভোট শুরু হবার ২ ঘণ্টার মধ্যে ঘোষণা দিয়ে সমস্ত প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া হয়।

সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এ পদক্ষেপ বিরল। বাফফ্রন্টের তরফে বলা হয়েছে- যদি কোন প্রার্থী ভোটে জিতেও যান তিনি পদত্যাগ করবেন।

যদিও বাম দলগুলির তরফে বলা হচ্ছে তারা স্থানীয় প্রশাসনকে আগে থেকেই সন্ত্রাসের আশঙ্কার কথা জানিয়েছিলেন, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোন গুরুত্ব দেয়নি।

স্থানীয় বাম নেতৃত্ব অভিযোগ করেছেন ভোট শুরুর সঙ্গে সঙ্গেই গোলমাল শুরু হয়। তাদের অভিযোগ প্রার্থী এবং পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাঁধা দেওয়া হয়। চলে ব্যাপক মারধরও।

বাম-নেতৃত্বের মতে এটি ভোটের নামে প্রহসন। এই ভোটের আগেই নির্বাচন কমিশনারের তরফে সরকারের কাছ থকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মী না পাওয়ার একটা অভিযোগ এসেছিল।

এই সন্ত্রাসের প্রতিবাদে বর্ধমানের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকরা। অপরদিকে পানিহাটি পৌসভার ভোটে গোলমালের অভিযোগ পেয়ে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার মীরা পাণ্ডে পানিহাটি ভোট পর্যবেক্ষণে গিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩  
ভিএস/এসএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।