ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘে রৌহানির সঙ্গে বৈঠক করতে পারেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
জাতিসংঘে রৌহানির সঙ্গে বৈঠক করতে পারেন ওবামা

ঢাকা: আগামী মঙ্গলবার থেকে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নরম করতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে শনিবার যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।

তবে, বৈঠকের ইঙ্গিত দেওয়া সূত্রগুলো প্রকাশ করেনি গার্ডিয়ান।

জানা গেছে, জাতিসংঘ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাগত বক্তব্য দেওয়ার কয়েকঘণ্টা পর মঙ্গলবার বিকেলেই ভাষণ দেবেন রৌহানি। ধারণা করা হচ্ছে, দু’জনের ভাষণ শেষ হওয়ার পরই মুখোমুখি হতে পারেন তারা।

পর্যবেক্ষকরা বলছেন, এখন দেখার বিষয় নিউইয়র্কের একটি ভবনের নিচে একজন ইরানি প্রেসিডেন্টের সঙ্গে চিরবৈরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কখন সাক্ষাতে মিলিত হন! তবে কার পক্ষ থেকে প্রথম সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয় সেটাও দেখার বিষয়।

গত জুনের নির্বাচনে সংস্কারপন্থি হাসান রৌহানি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘বিশ্বের’ সঙ্গে সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করায় তাকে আধুনিক ইরানি প্রেসিডেন্ট হিসেবে মনে করে থাকে পশ্চিমা সংবাদ ‍মাধ্যমগুলো।

যদি ওবামা-রৌহানি বৈঠকে বসেন তবে সেটা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য একটি সুখবরই বটে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।