ঢাকা: দুই কোরিয়ায় আলাদা হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পূর্ব নির্ধারিত পারিবারিক পুনর্মিলনী স্থগিত করেছে নর্থ কোরিয়া। ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর গত ছয় দশক ধরে এসব পরিবার নর্থ ও সাউথ কোরিয়ায় আলাদা হয়ে গিয়েছিল।
নর্থ কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ সীমান্ত সম্পর্ক বিষয়ক এক উচ্চ পদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শত্রুভাবাপন্ন নীতির কারণেই এ পুনর্মিলনী স্থগিত হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আলাদা হয়ে যাওয়া পরিবারের আসন্ন পারিবারিক পুনর্মিলনী স্থগিত করেছি। একটি স্বাভাবিক পরিবেশে সুষ্ঠ আলোচনার পরেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’
তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত সাউথ কোরিয়া আন্ত:সম্পর্কের ব্যাপারে রক্ষণশীল ও শত্রুভাবাপন্ন মনোভাব ব্যক্ত করবে ততদিন পারিবারিক পুনর্মিলনীর মতো মানবিক সমস্যার সমাধান করা যাবে না। ’
তিনি যুক্তরাষ্ট্রের সাথে সাউথ কোরিয়ার যৌথ সামরিক প্রস্তুতির কথা উল্লেখ করে দুই কোরিয়ার আন্ত:সম্পর্ক উন্নতির ক্ষেত্রে নর্থ কোরিয়ার অসহযোগিতার কথা জানান।
সাউথ কোরিয়ার কোন কর্মকর্তা এখনও এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।
দুই কোরিয়া ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটি আলাদা হয়ে যাওয়া পরিবারের পুনর্মিলনীর ব্যাপারে সম্মত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
কেএইচকিউ/আরআইএস