ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোল্লা গনির মুক্তি নিয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
মোল্লা গনির মুক্তি নিয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাটক

ঢাকা: তালেবানের সাবেক সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল গনি বারাদারের মুক্তির খবর নিয়ে নাটক করলো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার দুপুরে মোল্লা গনিকে মুক্তি দেওয়ার খবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর হামিদ নিশ্চিত করলেও প্রায় ঘণ্টাখানেক পর সে খবর অস্বীকার করে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

অথচ, শনিবার মোল্লা গনিকে মুক্তি দেওয়া হচ্ছে বলে শুক্রবারই আগাম বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়

এ নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ধোঁয়াশায় পড়লে কিছুক্ষণ পর ফের স্ববিরোধী বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরবর্তীতে অস্বস্তি এড়াতে নাম প্রকাশ না করে মোল্লা গনির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

এদিকে, মোল্লা গনির মুক্তির খবরকে স্বাগত জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। দেশটি আশা করছে মোল্লা গনির এ মুক্তি তালেবান সমস্যার অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখবে।

এর আগে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তালেবান সমস্যা সমাধানে শনিবার আটককৃত তালেবান নেতা মোল্লা গনিকে মুক্তি দেওয়া হবে।  

সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও গোয়েন্দা সংস্থা আইএসআইর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক বিশেষ বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সম্পর্ক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ স্থানীয় সংবাদ মাধ্যম ডনকে বলেন, মোল্লা আব্দুল গনিকে মুক্তি দেওয়া হবে। তিনি অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত পাকিস্তানেই থাকবেন। তিনিও শান্তি প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয়তায় বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, মোল্লা গনিকে আফগানিস্তানে হস্তান্তর করা হবে না। তাকে আফগানিস্তানে হস্তান্তর করা হলে তার মুক্তির উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে কিছু না বললেও খাইবার পাখতুনখওয়ার তালেবান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে, মুক্তির পর গনি করাচিতে তার পরিবারের সঙ্গেই থাকবেন।

উল্লেখ্য ১৯৬৮ সালে আফগানিস্তানের উরুজগান প্রদেশে জন্মগ্রহণ করেন গনি। তালেবান আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা হওয়ার আগে ১৯৮০ সালের সোভিয়েত যুদ্ধে আফগান সরকারের বিরুদ্ধে লড়াই করেন তিনি।

গৃহযুদ্ধের পর কাবুলে ১৯৯৬ সালে তালেবানদের ক্ষমতা গ্রহণের সময় মোল্লা ওমরের বিশ্বস্ত সঙ্গী হন গনি। তাকে বন্দর নগরী করাচি থেকে ২০১০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়।

তবে পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক রহিমুল্লাহ ইসুফজাই মনে করেন, মোল্লা গনির এ মুক্তিতে তালেবানের সঙ্গে পাক-আফগান সম্পর্কে খুবই অল্প প্রভাব পড়বে। কারণ, তিনি তালেবানদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ কেউ নন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।