ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আঙুল কেটে শ্বশুরবাড়ি পাঠালো ত্রিপুরার যুবক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, সেপ্টেম্বর ২২, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): স্ত্রী বাড়িতে না আসায় নিজের আঙুল কেটে শ্বশুরবাড়িতে উপহার পাঠালো এক যুবক।

শনিবার ত্রিপুরার খোয়াই মহকুমায় এ ঘটনা ঘটে।



স্বামী অজয় মালাকরের (৩৩) বাড়ি খোয়াই। পেশায় অটোচালক। তার স্ত্রী অঞ্জলির সঙ্গে কয়েক দিন ধরে ঝগড়া চলছিলো তার। বনিবনা না হওয়ায় স্ত্রী অঞ্জলি বাবার বাড়িতে চলে যায় কয়েক দিন আগে। স্ত্রীকে বারবার বাড়িতে ফিরে আসার আবেদন করে অজয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

পরে শুক্রবার রাতেও স্ত্রী অঞ্জলিকে মোবাইলে ফোন করে অজয়। বলে বাড়িতে ফিরে আসার জন্য। কিন্তু তাতে সাড়া দেয়নি অঞ্জলি। শেষ পর্যন্ত শনিবার শ্বশুরবাড়ি একটি প্যাকেট পাঠায় অজয়।

অজয়ের এক বন্ধু পৌঁছে দিয়ে আসে সেই প্যাকেটটি। স্ত্রী অঞ্জলির কাছে পৌঁছায় সেই প্যাকেট। কিন্তু প্যাকেট খুলেই স্ত্রীর চক্ষু স্থির। একটি সিঁদুরের কৌঁটোতে ছিল স্বামীর কাটা বুড়ো আঙ্গুল। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় খবর ছড়িয়ে যায়। খবর শুনে সেখানে পৌঁছায় খোয়াই থানার পুলিশ।

তবে স্বামীর এই নির্মম উপহার পাওয়ার পর স্ত্রী ফিরে গেছেন কি তা জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
এটিআর/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।