আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বন্যহাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। শনিবার রাতে ত্রিপুরার উনকোটি জেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতে কৈলাসহরে একটি ফসলের মাঠে বন্যহাতির পাল হানা দেয়। এ সময় হাতি তাড়াতে সেখানে গ্রামবাসীরা জড়ো হন।
রাজ্য পুলিশ বাংলানিউজকে জানায়, গ্রামবাসীরা হাতি তাড়াতে গেলে পাল্টা আক্রমণ করে হাতির পাল। এতে ভাগ্য চাকমা নামে এক কৃষক মারাত্মক আহত হন।
পরে রোববার সকালে ভাগ্য চাকমাকে কৈলাসহরের আর জি এম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভাগ্য চাকমার পরিবার এবং এলাকাবাসী এ ঘটনার জন্য সরকারি সাহায্যের দাবি করছেন।
উল্লেখ্য, ত্রিপুরার বিভিন্ন এলাকায় প্রতি বছরেই বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটে আসছে। রাজ্যের উনকোটি জেলার কৈলাসহরে এ সময়টিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়। আর সবজি খাবার লোভে বন থেকে হাতির পাল সবজি ক্ষেতে নেমে ফসলের ক্ষতি করে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
টিএকে/এএসআর/আরকে