ঢাকা: কেনিয়ার নাইরোবির এক শপিং মলে সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। দেশটিতে অবস্থানরত প্রায় ১৫০ জন বাংলাদেশির সবাই নিরাপদে রয়েছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কেনিয়ার রাজধানী নাইরোবির ব্যস্ততম ওয়েস্টগেট শপিংমলে বন্দুকধারীদের গুলি ও হাতবোমা হামলায় নিহত ও আহতের মধ্যে কোনো বাংলাদেশি নেই। দেশটিতে প্রায় ১৫০ জন বাংলাদেশি রয়েছেন। তারা সবাই নিরাপদে রযেছেন।
শনিবার কেনিয়ার সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের ওই হামলায় ২ ভারতীয়সহ অন্তত ৫৯ জন নিহত হয়েছে।
রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার দুপুরে নাইরোবির জনাকীর্ণ ও অভিজাত শপিং মল ওয়েস্টগেটের ভেতরে প্রায় ঘণ্টাব্যাপী গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। এ সময় কয়েকটি হাতবোমারও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারী দলের বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তার নির্দেশে সেনাবাহিনীর দুটি বিশেষ দল অভিযানে যোগ দিয়েছে।
কেনিয়ার প্রশাসনিক কর্মকর্তারা জানান, হামলায় কতজন সন্ত্রাসী অংশ নিয়েছে তা জানা না গেলেও নিরাপত্তা বাহিনীর অভিযানে একজন নিহত হয়েছেন ও চারজনকে আটক করা হয়েছে। বাকিরা কোনো দোকানে আত্মগোপন করে থাকতে পারে।
তবে মার্কেটের ভেতরে এখনও অনেকে বেসামরিক নাগরিক জিম্মি রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তার কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলায় ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুইশ` লোক। এদের মধ্যে প্রেসিডেন্ট পরিবারের সদস্যরাও রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
জেপি/এসএফআই/এসআরএস