ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আমের জুসপ্যাকে মৃত সাপ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, সেপ্টেম্বর ২২, ২০১৩
আমের জুসপ্যাকে মৃত সাপ!

ঢাকা: ভারতের নামকরা ব্র্যান্ডের আমের জুসপ্যাকে একটি মৃত সাপ পাওয়া গেছে বলে ‍অভিযোগ উঠেছে।
কেরালা রাজ্যের পুলিশ জানিয়েছে,  থিরুভাননথাপুরামের একটি গ্রামের এক শিশুর জুস পানের সময় ওই মৃত সাপটি পাওয়া গেছে বলে তারা অভিযোগ পেয়েছেন।



পুলিশ জানায়, একটি দোকান থেকে সজিব নামের এক ব্যক্তি তার আড়াই বছরের মেয়ের জন্য একটি আমের জুসপ্যাক আনেন।

সজিবের দায়ের করা অভিযোগপত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, প্যাকেটের প্রায় সবটুকু জুস পান করে ফেলে তার মেয়ে। কিন্তু শেষের দিকে প্যাকেটে কিছু একটা শক্ত শক্ত লাগে তার কাছে। সজিবের মেয়ে বিষয়টি তার দাদির কাছে জানায়। দাদি প্যাকেটটি ছিঁড়ে ফেললে মৃত এক সাপ পাওয়া যায়।

সজিবের দাবি, এতে তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার ‍অবস্থা স্থিতিশীল রয়েছে।

পুলিশ জানিয়েছে, সজিবের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
জুসপ্যাকের ওপর থাকা তারিখ দেখে জানা যায়, তার মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে কেরালার রাজধানীতে থিরুভানানথাপুরামের একটি হাসপাতালের ক্যান্টিনের একটি জুসপ্যাকেও মৃত সাপ পাওয়া গিয়েছিল।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।