আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য মিউজিয়াম নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য সরকার। সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য মিউজিয়ামের নাম হবে, ‘ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জ্বয়ন্ত প্রাসাদ’।
ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে বেশ কিছুদিন ধরে চলা মিউজিয়ামের নাম বিতর্কের অবসান হলো।
১৯০১ সালে যাত্রা শুরু করেছিলো উজ্জ্বয়ন্ত প্রাসাদ। তৎকালীন মহারাজা রাধাকিশোর মাণিক্য এটি নির্মাণ করেন। নামাকরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সে হিসেবে এই প্রাসাদের বয়স শতবর্ষের বেশি। এই সময়ের মধ্যে হাওড়া-গোমতি দিয়ে বয়ে গেছে বহু জল।
রাজ্য রাজনীতির অনেক পালাবদল হয়েছে। ১৯৪৯ সালে ত্রিপুরা যোগ দেয় ভারতের সাথে। এর কিছু পরে রাজ্য সরকার রাজ পরিবারের কাছ থেকে কিনে নেয় এই প্রাসাদের একাংশ। এক সময়ের রাজ দরবার হয়ে ওঠে ত্রিপুরা বিধানসভার। এ যেন রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের এক উজ্জ্বল নিদর্শন।
তারপর এক সময় এই প্রাসাদ থেকেও সরে যায় বিধানসভা। আরও পাল্টে যায় আগরতলার চেহারা। এক সময়ের প্রান্তিক শহর আগরতলা এখন করপোরেশন হবার স্বপ্ন দেখছে। সম্প্রতি রাজ্য সরকার উদ্যোগ নেয় এই শতবর্ষ প্রাচীন রাজ প্রাসাদকে জাদুঘর হিসাবে গড়ে তোলার। কাজ চলে পোস্ট অফিস চৌমুহনীতে থাকা মিউজিয়ামকে সরিয়ে রাজ প্রাসাদে নিয়ে যাওযার।
শতবর্ষ প্রাচীন ঐতিহ্যের উজ্জ্বয়ন্ত অতীতের আধার হয়ে ওঠার জন্য তৈরি হয়। কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক।
রাজ্যের সবকটি বিরোধীদল ও আদিবাসী ভিত্তিক দলগুলি সমস্বরে অভিযোগ তোলে রাজ্য সরকার এই প্রাসাদের গরিমা নষ্ট করতে চাইছে। রাজ্য সরকার চাইছে এই প্রাসাদের নাম পরিবর্তন করতে। শুধু অভিযোগই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে এ ঘটনায় হয়েছে মিছিল, পথসভা।
আদিবাসী শিক্ষার্থীরা রাজভবন অভিযান পর্যন্ত করেছেন। এমনকি রবিবার রাতে শহরে মোমবাতি মিছিল করেন অসংখ্য মানুষ। সে মিছিলে হাঁটেন বর্তমান মহারাজা তথা কংগ্রেস নেতা প্রদ্যুত কিশোর দেববর্মণও।
সব মিলিয়ে প্রাসাদ বিতর্ক নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রায় অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছিলো সব বিরোধীরা। এমনকি চিঠি দেওয়া হয় দেশের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে। তিনি ২৫ সেপ্টেম্বর রাজ্যে আসবেন এ জাদুঘর উদ্বোধন করার জন্য। তাকে চিঠি দিয়ে বিরোধী নেতারা বলেন, রাজ্য সরকার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে রাজপ্রাসাদের নাম পাল্টে। উপরাষ্ট্রপতি যেন এই মিউজিয়াম উদ্বোধনে রাজ্যে না আসেন।
এত কিছুর পর কিছুটা পিছনে হটেছে রাজ্য সরকার। বিবৃতি দিয়ে সরকার জানিয়েছে, মিউজিয়ামের নাম হবে ‘ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জ্বয়ন্ত প্রাসাদ’। রাজপ্রাসাদের নামটিও মিউজিয়ামের পাশে থাকবে। এরমধ্য দিয়ে বেশ কিছুদিন ধরে চলতে থাকা প্রাসাদ বিতর্কের অবসান হলো বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২১০৩
এমজেএফ/এএ/এসআরএস