ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরার আদিবাসীদের জন্য বিশেষ গুচ্ছ প্রকল্প

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য বিশেষ গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার।

সোমবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুচ্ছ প্রকল্পের ঘোষণা দেন আদিবাসী কল্যাণমন্ত্রী অঘোর দেববর্মা।



পাঁচ বছরের জন্য মোট ২৮ দফার এই গুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়। এ প্রকল্পে মোট তিন হাজার চারশ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে মোট ব্যয়ে কত অংশ কেন্দ্রীয় সরকার দেবে তা জানাতে পারেননি মন্ত্রী।
মন্ত্রী জানান, আদিবাসীদের কল্যাণে হাতে নেওয়া এই গুচ্ছ প্রকল্প ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত চালু থাকবে।

আদিবাসী এলাকায় পরিকাঠামো উন্নয়ন, জমির বন্দোবস্ত, জমির পাট্টার ব্যবস্থা, উপজাতিদের আর্থিকভাবে স্বাবলম্বী, কর্মসংস্থানের ব্যবস্থা, আদিবাসী নারীদের ক্ষমতায়ন এবং আদিবাসীদের শিক্ষার মান উন্নয়ন এ প্রকল্পের লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৯৯ ও ২০০৩ সালে ত্রিপুরার আদিবাসী অংশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য দুটি গুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিলো রাজ্য সরকার।  

আগের দু’টি গুচ্ছ প্রকল্প সফল হয়েছিলো বলে দাবি করেন মন্ত্রী।

তবে প্রকল্প দু’টি নিয়ে অনেক অভিযোগ ছিল। এবারের গুচ্ছ প্রকল্প কতখানি সফল হবে সেদিকে তাকিয়ে রাজ্যের আদিবাসীরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
টিএকে/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।