ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতা ইতিহাসের চিত্র প্রদর্শনী

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, সেপ্টেম্বর ২৩, ২০১৩

কলকাতা: কলকাতার টুপিতে একটি নতুন পালক। কলকাতার ইতিহাস এবার উঠে আসতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের চিত্র প্রদর্শনীতে।

কলকাতা চ্যাপলিন স্কোয়ারের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন’র মূল দপ্তরে এক স্থায়ী চিত্র প্রদর্শনীর মাধ্যমে উঠে আসবে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত কলকাতার ঐতিহ্য এবং ইতিহাসের ছবি।

এই প্রদর্শনীতে থাকবে বহু পুরানো বিভিন্ন স্থির চিত্র। ব্রিটিশ আমলের কলকাতার ছবির সঙ্গে সঙ্গে থাকবে হো চি মিন, জহর লাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, রবি শঙ্কর, উদয় শঙ্কর, উত্তম কুমার, সত্যজিৎ  রায়সহ বিখ্যাত ব্যক্তিত্বের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের  অফিসে হাজির থাকার  বিরল মুহূর্তের ছবি।  

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের  মূল ফটকের ঠিক ভিতরে যে বারন্দা আছে সেই জায়গাতেই এই অতি দুর্লভ ছবি গুলির প্রদর্শনী করার ব্যবস্থা করা হবে বলে  কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের  তরফে জানান হয়েছে।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের  তরফে আরও জানান হয়েছে, প্রতিদিন যে বিশাল সংখ্যক মানুষ এই দপ্তরে আসেন তারা এই প্রদর্শনীর মাধ্যমে কলকাতার ঐতিহ্যশালী ইতিহাসকে জানতে পারবে।

তবে শুধু ছবি নয় এই প্রদর্শনীতে থাকবে ১৭৯২ সালের কলকাতার মানচিত্র  থেকে শুরু করে অতীত দিনের কলকাতার নিকাশি ব্যবস্থা, রাস্তা ঘাটের নক্সা, প্রথম জল প্রকল্পের ছবি বিবিধ অতি দুর্লভ দলিল দস্তাবেজ।

থাকবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের  সমস্ত মেয়রের ছবি। থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীর ছবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার দুর্লভ মুহূর্তের ছবি। আশা করা  হচ্ছে কলকাতার নাগরিক পরিসেবা প্রদানের  সঙ্গে সঙ্গে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের  এই ঐতিহ্য চর্চা  কলকাতার নাগরিকদের কাছে খুবই প্রশংসিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩  
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।