ঢাকা: সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিদের হাত থেকে নাইরোবির ওয়েস্টগেট শপিং মলটি নিয়ন্ত্রণে নিয়েছে কেনিয়ার সেনাবাহিনী। একইসঙ্গে শপিং মলটিতে আটকে থাকা জিম্মিদেরও মুক্ত করেছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পুরো শপিং মলটিতে চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং খুব সম্ভবত এখন সেখানে আর কোনো বেসামরিক লোক জিম্মি নেই।
তবে শপিং মলটিতে কতোজন জঙ্গি ছিল তা স্পষ্ট না করলেও কেনিয়ার কর্মকর্তারা এখন পর্যন্ত তিন জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার মধ্যরাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ ওলে লেঙ্কু জানিয়েছিলেন, রাতভর অভিযান চলবে, একই সঙ্গে অভিযান শেষ পর্যায়ে বলেও জানান তিনি।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার দুপুরের ওই হামলায় অন্তত ৬২ জন নিহত হয়, আহত হয় ১৭০ জন লোক। অবশ্য দেশটির রেডক্রস জানিয়েছে, তাদের কাছে এখনও ৬৩ জন ব্যক্তি নিখোঁজ থাকার তথ্য রয়েছে। এ ঘটনায় হতাহতদের মধ্যে মার্কিন, ব্রিটিশ, কানাডিয়ান, ফরাসি এবং ভারতীয় নাগরিকরাও রয়েছেন।
এই হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন আল-শাবাব জানিয়েছে, সোমালিয়ায় সেনা অভিযান চালানোয় কেনিয়ার বিরুদ্ধে পাল্টা জবাব দিল তারা।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
এইচএ/বিএসকে