ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বউয়ের ডরে সিগারেট ছাড়লেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
বউয়ের ডরে সিগারেট ছাড়লেন ওবামা

ঢাকা:বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হলে কী হবে? বউয়ের সামনে তাকেও ‘চুপসে থাকতে হয়’! মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথাই বলা হচ্ছে। বউ মিশেলের ভয়েই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি! এই কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট নিজেই!

অবশ্য এই স্বীকারোক্তি মিশেলের সামনে দিতে সাহস করেননি, সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক আড্ডায় বলে ফেললেন!

কিন্তু এই ‘অফ দ্য রেকর্ডের’ কথা মিশেল না জানুক চাইলেও প্রেসিডেন্টের মন্তব্য ফাঁস করে দিলেন সিএনএন’র সাংবাদিকরা।



সিএনএন জানায়, সমবয়সীদের ওই আড্ডায় ওবামাকে কেউ একজন প্রশ্ন করলেন যে, তিনি কেন ধ‍ূমপান ছেড়ে দিলেন? উত্তরে ওবামা হাসতে হাসতে মুখ ফসকে বলেই ফেললেন, ‘বউয়ের ভয়’! গত প্রায় ছ’বছর ধরে আমি সিগারেট খাই না। কারণ আমি মিশেলকে ভয় পাই!

ফিটনেস ধরে রাখা ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য ওবামার বেশ খ্যাতি আছে। ওই আড্ডায় সিগারেটের প্রতি অনেক আগে তার বেশ দুর্বলতা ছিল উল্লেখ করে তরুণ বয়সের ধূমপানের স্মৃতি রোমন্থন করেন ওবামা!

ওবামার ধূমপান ত্যাগের খবর শিরোনাম হতে থাকে ২০০৮ সাল থেকেই। হোয়াইট হাউসে প্রবেশের অভিযানের সময় অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণ‍ার সময়ই ধূমপান ছেড়ে দেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রবেশকালে ওবামা নিজেকে ‘ধ‍ূমপান থেকে ৯৫ শতাংশ নিরাপদ’ বলে উল্লেখ করেন। তবে মাঝে মধ্যে তিনি ধূমপান ত্যাগের ‘প্রচেষ্টা’ থেকে ছিটকে যান বলেও উল্লেখ করেন সে সময়।

এরপর ২০১০ সালে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান, ওবামা গত ৯ মাস ধূমপান করেন নি এবং ধূমপান ছাড়ার জন্য তিনি ‘বদ্ধপরিকর’।

উল্লেখ্য, ফার্স্ট লেডি মিশেল একজন জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারণাকর্মী। জনস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার পাশাপাশি পতি ওবামার ধুমপানের ব্যাপারেও কড়াকড়ি ‍আরোপ করেন তিনি। ‍অবশ্য মিশেল জানান, ওবামা কখনোই তার দুই কন্যা সন্তানের সামনে ধূমপান করেন নি বা করেন না।

এছাড়া, ২০১১ সালে মিশেলই জানিয়েছিলেন, ওবামা গত এক বছরেরও বেশি সময় হলো ধূমপান করছেন না।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩/আপডেট ১৩৩৮ ঘণ্টা
এইচএ/জেসিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।