ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৌরভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
পৌরভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

কলকাতাঃ পৌরসভা নির্বাচনের ফলাফলেও তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত থাকল। ১২টি পৌরসভার মধ্যে চাকদা, গুসকরা, বালুরঘাট, ডায়মন্ডহারবার,  দুবরাজপুর, বর্ধমান, হাওড়া ও পানিহাটি পৌরসভায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।



বামফ্রন্ট দখল করেছে মেখলিগঞ্জ পৌরসভা। কংগ্রেসের হাতে এসেছে হলদিবাড়ি ও ডাল খোলা পৌরসভা দুটি।

আলিপুরদুয়ার পৌরসভার ফলাফল ত্রিশঙ্কু হয়েছে। এখানে আসনের হিসেবে এগিয়ে আছে বামফ্রন্ট।

এই ফলাফল প্রকাশিত হবার পরেই তৃণমূল কংগ্রেসের সদস্য-সর্মথকরা উৎসব শুরু করেছেন। তবে বিরোধীদের তরফে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম দলগুলির নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য বর্ধমান ও চাকদা পৌরসভা দুটিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩  
ভিএস, এসএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।