ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরার ১৫টি কলেজেই জয় বামছাত্র সংগঠনের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): রাজ্যের ১৫টি কলেজের সব কটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ২৮ সেপ্টেম্বর নির্বাচন হবে সাতটি কলেজে।

এই সাতটি কলেজেরও অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ।

যদিও ডানপন্থী ছাত্র সংগঠন এন এস ইউ আই অভিযোগ করেছে হুমকি এবং সন্ত্রাসের কারণে রাজ্যের কলেজগুলতে তারা প্রার্থী দিতে পারেন নি। তবে এসব অভিযোগ মানতে নারাজ এস এফ আই। তাদের কর্মী সমর্থকরা প্রস্তুতি নিচ্ছেন বিজয় উৎসবের।
রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রক্রিয়া শুরু করেছিল উচ্চশিক্ষা দপ্তর। চলতি বছরের মার্চ মাসেই রাজ্যের সব কলেজের ছাত্র সংগঠনের নির্বাচন হবার কথা ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সে অবস্থায় রাজ্যের কলেজগুলিতে আর ছাত্র সংগঠন  নির্বাচন করা সম্ভব হয় নি। নির্ধারিত সময়ের প্রায় চার মাস পর কলেজগুলোতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরার উচ্চশিক্ষা দপ্তরই কলেজ নির্বাচনের বিষয়টি দেখে।

২৮ সেপ্টেম্বর রাজ্য কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ভোট নেয়া। বিকাল তিনটা থেকে শুরু হবে ভোট গণনা। এরমধ্যে ১৫টি ডিগ্রি কলেজে এস এফ আই এবং টি এস ইউ ছাড়া অন্য কোন ছাত্র সংগঠন প্রার্থী দেয় নি।

সোমবার সমস্ত মনোনয়ন পত্র স্ক্রুটিনি করে দেখা হয়। স্ক্রুটিনির পর ১৫টি কলেজে বিনা প্রতিদ্বন্দিতায় এস এফ আই এবং টি এস ইউ প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয়।
রাজ্যের ২২টি কলেজে মোট আসন রয়েছে ৭১৯টি। এর মধ্যে ৬০৯টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে বাম ছাত্র সংগঠন দুটি। বাকি ১১০টি আসনে ভোট নেয়া হবে।

যে পনেরটি কলেজের সব কটি আসনে বাম প্রার্থীরা জয়ী হয়েছে সেই কলেজগুলি হল- মহিলা কলেজ, তেলিয়ামুড়া কলেজ, খোয়াই কলেজ, কমলপুর কলেজ, ধর্মনগর কলেজ, গণ্ডাছড়া কলেজ, কাঞ্চনপুর কলেজ, ফটিকরায় কলেজ, লংতরাইভ্যালি কলেজ, খুমলুং কলেজ, শান্তিরবাজার কলেজ, অমরপুর কলেজ, বিলোনীয়া কলেজ, সাব্রুম কলেজ, বিশালগড় কলেজ।

রাজধানী আগরতলায় যে চারটি কলেজ রয়েছে তার সবগুলি আসনেও ভোট হচ্ছে না। কিন্তু রাজধানীর কলেজগুলির প্রধান পদগুলিতে নির্বাচন হচ্ছে। রাজ্যের মধ্যে একমাত্র মোহনপুর কলেজের সব আসনে নির্বাচন হবে।
রাজ্য এস এফ আই সম্পাদক নবারুন দেব জানিয়েছেন, এবার সব কটি কলেজের ছাত্র সংগঠন তারাই দখল করবে। কারণ বিরোধী ছাত্র সংগঠনগুলির গুন্ডামিতে রাজ্যের ছাত্র সমাজ বীতশ্রদ্ধ। অন্যদিকে এন এস ইউ আই রাজ্য সভাপতি ভিকি প্রসাদ অভিযোগ করেছেন শাসক দলের ছত্রছায়ায় বামপন্থী ছাত্র সংগঠনটি কলেজে কলেজে গুন্ডারাজ কায়েম করেছে।

প্রতেকবারই ত্রিপুরায় কলেজ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ ঘটে। এবার প্রশাসন থেকে ছাত্র সংঘর্ষ রোধ করার জন্য বাড়তি ব্যবস্থা নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩,
এসএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।