ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের উপ-রাষ্ট্রপতি ত্রিপুরায় যাচ্ছেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, সেপ্টেম্বর ২৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বুধবার রাজ্যে আসছেন দেশের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। তিনি এদিন উদ্বোধন করবেন নবকলেবরে সেজে ওঠা রাজ্য মিউজিয়ামের।

বহু চাপানউতরের পর বুধবার শেষ পর্যন্ত দরজা খুলতে চলেছে যাদুঘরের।

হামিদ আনসারি রাজ্যে আসবেন বুধবার দুপুরে। তারপর দুপুরেই তিনি ঘুরে দেখবেন মিউজিয়াম গ্যালারি। দুপুর সাড়ে বারটা থেকে একটা পর্যন্ত হামিদ আনসারি থাকবেন মিউজিয়ামে।

তার মিউজিয়াম উদ্বোধন দেখা যাবে টাউন হলে বসে। মিউজিয়াম উদ্বোধনের পর হামিদ আনসারি বক্তব্য রাখবেন আগরতলা টাউন হলে। সেখানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সমেত রাজ্য বিধানসভার অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতিকে সংবর্ধনা দেয়া হবে টাউন হলে।

২৬ সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে রাজ্য মিউজিয়াম। এর প্রবেশ মূল্য দশ টাকা। বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মুল্য দেড়শ’ টাকা। ছাত্র ছাত্রীদের জন্য মিউজিয়ামে ঢুকতে কোন প্রবেশ মুল্য নেয়া হবে না।

মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন থাকবে তেমনি থাকবে রাজ্যের শিল্প, কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয়। ইতিহাস এখানে স্থান পেতে চলেছে চির বর্তমান হয়ে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
এসএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।