ঢাকা: ভোটে কারচুপি ও চলমান রাজনৈতিক বিতর্কের জন্য মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করেছে দেশটির উচ্চ আদালত।
নির্বাচনের চার দিন আগে আদালত এ আদেশ দেয়।
গত সপ্তাহে জুমহুরি পার্টির প্রার্থী ট্যুরিজম ও মিডিয়া ধনকুবের কাসিম ইব্রাহিম অভিযোগ করেন ভোটার তালিকায় মৃত ও কল্পিত ব্যক্তিদের নাম নিবন্ধন করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ণ সিদ্ধান্তের আগে আদালত সরকারকে নির্বাচন স্থগিত করার আদেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর