ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ির অন্ত্যেষ্টিক্রিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
গাড়ির অন্ত্যেষ্টিক্রিয়া!

মানুষের মৃত্যুর পর ধর্মীয় প্রথা অনুসারে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। কিন্তু প্রাণহীন কোনো বস্তুর অন্ত্যেষ্টিক্রিয়ার কথ‍া কি কেউ কখনও শুনেছেন? তাও যদি হয় গাড়ির অন্ত্যেষ্টিক্রিয়া! যেন তেন গাড়ি নয়, একেবারে ফ্রান্সের বিখ্যাত পোর্শে কাইনি গাড়ি।



চীনের হুনান প্রদেশের চাংশা এলাকায় এমনই এক ঘটনা ঘটেছে। হাও গ্যাং নামের এক ব্যক্তি তার পোর্শে কাইনি গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্ক্র্যাপ ইয়ার্ডে অন্ত্যেষ্টিক্রিয়া করেন।

হাও বলেন, ‘যখন আমি পোর্শে কাইনি গাড়িটি কিনেছিলাম তখন খুব খুশি হয়েছিলাম। আমার স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হওয়ার পর যখন গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তখন আমি খুব মর্মাহত হয়েছি। ’

তিনি বলেন ‘গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার সময় আমি ভিতরেই ছিলাম। সৌভাগ্যক্রমে বেঁচে গেলাম। কার এক্সপার্টরা আমাকে বলেছেন, গাড়িটির ইঞ্জিন নির্ধারিত স্থানে স্থাপন না করায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ’

কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানের গ্যারেজ আমাকে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। তাই আমি আরেকটি গাড়ি জ্বালানোর সিদ্ধান্ত নেই।

হাও আরও জানান, যতক্ষণ পর্যন্ত ডিলাররা আমার গাড়ির ক্ষতিপূরণ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষতিগ্রস্ত গাড়িটি শো রুমের বাইরে রাখার পরিকল্পনা করেছিলাম।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
টিএকে/এমজেএফ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।